বিটিএ-র শহীদ দিবস পালন: বিলেতে পরবর্তী বাঙালী প্রজন্মের বাংলা ভাষাকে ধারণ ও লালনে বিটিএ-র বিশেষ ভূমিকা রাখার প্রয়াসের প্রতিশ্রুতি

শেয়ার করুন         বাংলাদেশ টিচার্স এসোসিয়েশন ইঊকে (বিটিএ) ২১শে ফেব্রুয়ারি রোববার জুমের মাধ্যমে শহীদ দিবস পালন করেছে। এ উপলক্ষে বিটিএ এদিন সন্ধ্যে ৬টায় একটি অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বিটিএ-র সভাপতি আবু হোসেন। সংগঠনের সাধারণ সম্পাদক সিরাজুল বাসিত চৌধুরী অনুষ্ঠানের গোড়াপত্তন করেন এবং আলোচনাপর্ব পরিচালনা করেন। অনুষ্ঠানে যুক্ত হওয়ার মত বদান্যতা, উদারতা ও সৌজন্যবোধ প্রদর্শনের জন্য সবার নাম উল্লেখ করে বিটিএ-র তরফে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানোর কাজটা সুচারুরূপে সম্পন্ন করেন যুগ্ম সম্পাদক ড: রোয়াব উদ্দীন। সভাপতি আবু হোসেন এতে যোগদানকারী সবাইকে স্বাগত জানিয়ে তাঁর স্বাগত বক্তব্যে বলেন, “একুশ আমাদের অহঙ্কার ও … Continue reading বিটিএ-র শহীদ দিবস পালন: বিলেতে পরবর্তী বাঙালী প্রজন্মের বাংলা ভাষাকে ধারণ ও লালনে বিটিএ-র বিশেষ ভূমিকা রাখার প্রয়াসের প্রতিশ্রুতি